Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

 

   উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগত মান বৃদ্ধি করার লক্ষ্যে ১৯৯২ সালে ADB এবং UNDP এর আর্থিক ও কারিগরি সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উচ্চ মাধ্যমিক শিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় ১৯৯৫ সালে ০৫টি বিভাগে (ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, খুলনা ও বরিশাল) ০৫টি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (HSTTI) স্থাপন করা হয়। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও তত্বাবধানে HSTTI সমূহ বিভিন্ন ধরণের কর্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস সংলগ্ন ও সার্কিট হাউজ এর বিপরীত পাশে HSTTI, ময়মনসিংহ অবস্থিত। HSTTI এর অবকাঠামোতে রয়েছে একটি তিনতলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন, একটি চারতলা হোষ্টেল ভবন, একটি দ্বিতল রেস্ট হাউজ, পরিচালক এর একটি ডুপ্লেক্স বাসভবন ও হোস্টেল সুপারের একটি একতলা বাসভবন ।

অত্র প্রতিষ্ঠানে নিয়মিত রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১২টি জেলার বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ এবং অধ্যক্ষবৃন্দের জন্য প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স  পরিচালিত হয়ে আসছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিভিন্ন ধরনের কর্মকালীন  প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।