আমাদের সেবাসমূহ
সেবার তালিকা :
০১। কোলাহলমুক্ত, স্বাস্থ্যকর, নিরাপদ ও সুরক্ষিত শিখন-পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শিক্ষাপকরণ সমৃদ্ধ সুসজ্জিত শ্রেণিকক্ষ এবং দেশে-বিদেশে প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ সেবা প্রদান।
০২। সরকারি বিধি মোতাবেক রিসোর্স বুক প্রশিক্ষণ নির্দেশিকা, খাতা, কলম, প্রশিক্ষণ ব্যাজ, বিষয়ভিত্তিক কলেজ শিক্ষকগণের জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক পুস্তক, শরীরচর্চার কিটস্ (পোশাক পরিচ্ছদ) সহ সনদপত্র প্রদান করা হয়।
০৩। সবুজ চত্বর বেস্টিত, সুপেয় পানি, শৌচাগার ও পয়:নিস্কাসন ব্যবস্থাসহ স্বাস্থ্যসম্মত নিরাপদ ডাইনিং ১২০ শয্যাবিশিষ্ট ৫ তলা আবাসিক হোস্টেল ভবন।
০৪। কম্পিউটার ল্যাব, অডিও ভিজ্যুয়াল ল্যাব, লাইব্রেরী ও ল্যাবরেটরি রয়েছে।
০৫। দ্বিতল অতিথি ভবন সার্বক্ষণিক সেবা দিচ্ছে।
০৬। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত আধুনিক উপকরণসমৃদ্ধ হলরুম বহিরাগত বিভিন্ন মেয়াদী বিভিন্ন বিষয়ের ওয়াক©সপ, সেমিনার ও প্রশিক্ষণের কাজে ব্যবহার হয়ে থাকে।
০৭। প্রশিক্ষণার্থীদের জন্য ০১টি মিনিবাসের পরিবহন সেবাসহ অধিকতর সুবিধাদানের নিমিত্তে এইচ.এস.টি.টি.আই, ময়মনসিংহ নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
কি সেবা কিভাবে পাবেন ?
পরিচালক মহোদয়সহ সকল অনুষদ সদস্য (প্রশিক্ষণ) ও অফিস ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করে এবং প্রশিক্ষণের মাধ্যমেই সেবাসমূহ সচল থাকবে। আমাদের সাথে যোগাযোগ করুন-
টেলিফোন নম্বর : ০৯১-৬৭১২২
ই-মেইল : mymensinghhstti@gamil.com
ওয়েবসাইট : www.hstti.mymensingh.gov.bd
আমাদের প্রতিষ্ঠান জাতীয় প্রত্যাশা পূরণে ও বিশ্বায়নের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনে কাজ করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS